লেখকঃ জহিরুল হক জাবেদ
ওথেলো সিনড্রোম’এক ধরনের মানসিক রোগ।
স্ত্রীর সতীত্বের প্রতি সন্দেহ থেকে এবং সেগুলো বিশ্বাস করাকেই ‘ওথেলো সিনড্রোম’ বলে। পুরুষরা এই রোগে বেশি ভোগেন। তবে অনেক মহিলার মধ্যেও ‘ওথেলো সিনড্রোম’ দেখা যায়। উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘ওথেলো’ থেকে এই রোগের নামকরণ করা হয়েছে । ওথেলো সিনড্রোমের রোগী চিকিৎসকের শরণাপন্ন হতে চান না। নিজেকে সবসময় সুস্থ মনে করেন। ভাবেন উনিই ঠিক, উনার স্ত্রী ভুল। তারা তাদের স্ত্রীকে শারীরিক মানসিকভাবে অত্যাচার করা শুরু করেন। অনেকে স্ত্রীকে হত্যাও করে ফেলেন। আজকাল অবশ্য কোন একটা সম্পর্কে থাকাকালীনও বিশ্বাস- অবিশ্বাসের যাঁতাকলে পিস্ট হতে হয় অনেক প্রেমিক, প্রেমিকাকে। কারণে -অকারণে সন্দেহের তীর ছুড়ে মারা হয় অপরজনের দিকে। তবে এটা ওথেলা সিনড্রোম কিনা আমার ধারণা নেই!
বিদেশে এক পরিসংখ্যানে দেখা গেছে, নারীহত্যা করার জন্য জেলে গেছেন এমন লোকের মধ্যে প্রায় ১৫ শতাংশই ‘ওথেলো সিনড্রোম’-এর রোগী। বিভিন্ন কারণে এই রোগ হতে পারে। এর মধ্যে রয়েছে ব্যক্তিত্বের অস্বাভাবিকতা, সিজোফ্রেনিয়া, মদে আসক্তি প্রভৃতি। এ ছাড়া কিছু শারীরিক অসুখের কারণেও ‘ওথেলো সিনড্রোম’ হতে পারে। যেমন মস্তিষ্কে টিউমার, এন্ডোক্রাইন ও বিপাক ক্রিয়ার ত্রুটি প্রভৃতি।